Welcome To East Boroiya TMC High School
সবাইকে সুস্বাগতম। বিদ্যালয়ের নিয়মাবলীঃ
শিক্ষাবর্ষের ০১ জানুয়ারী হতে শুরু হয়ে ৩১ মার্চ পর্যন্ত ৭ম, ৮ম ও ৯ম শ্রেণীতে অন্য বিদ্যালয় হতে আসা শিক্ষার্থীরা ছাড়পত্র/ প্রশংসা পত্র জমাদানের প্রেক্ষিতে ভর্তি করা হয়। তবে ৬ষ্ঠ শ্রেণীর বেলায় ০১ জানুয়ারী হতে ১৫ জানুয়ারী পর্যন্ত ভর্তি করিয়ে উক্ত মাসের ১৬ কিংবা ১৭ তারিখ “ক্রমমান নির্ধারণী পরীক্ষা” অনুষ্ঠিত করার মাধমে মেধানুয়ায়ী রোল নং/ক্রমিক নং নির্ধারণ করা হয়। শিক্ষাবর্ষে সুবিধামত সময়ে ক্রমমাণ নির্ধারণী পরীক্ষায় মেধাক্রমধারী ০৬ জনকে পুরস্কৃত করা হয়।
শিক্ষাবর্ষ: ০১ জানুয়ারী হতে ৩১ ডিসেম্বর।
কর্মকাল: সকাল ১০:০০ ঘটিকা হতে অপরাহ্ন ৪:০০ ঘটিকা পর্যন্ত।
অধ্যয়নের বিষয়সমূহ: স্ব-স্ব শ্রেণীর জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক নির্ধারিত ও অনুমোদিত পুস্তকসমূহ। সাধারণ জ্ঞান ও প্রতিযোগীতাপূর্ণ বিজ্ঞান, সাহিত্য ও তথ্যপ্রযুক্তি বিষয়ক পুস্তকাদি।
পোশাক: ছাত্র ও ছাত্রীদের জন্য ব্যাজসহ পৃথক পৃথক ইউনিফর্ম রয়েছে। ছাত্রদের জন্য সাদা হাফ শার্ট ও কালো প্যান্ট। ছাত্রীদের জন্য সবুজ জামা এবং সাদা প্যান্ট। নির্ধারিত ইউনিফর্ম ছাড়া বিদ্যালয় কার্যক্রমে অংশগ্রহণ যুক্তিযুক্ত নয়। বয় স্কাউটস এবং গার্লস গাইডদের জন্য নির্ধারিত পোশাক বাধ্যতামূলক। পর্যায়ক্রমে পি.টি সুজ (সাদা জুতা ও মৌজা) পরিধান বাধ্যতামূলক।
বেতন: জানুয়ারী মাসের ২৫ তারিখের মধ্যে সেশন চার্জ এবং প্রতিমাসের ০১ তারিখ হতে ১০ তারিখ পযর্ন্ত জরিমানা ব্যতিরেকে টিউশন ফি (মাসিক বেতন) আদায় করা হয়। ১১ তারিখ হতে ১৫ তারিখ পর্যন্ত জরিমানাসহ টিউশন ফি (মাসিক বেতন) আদায় করা হয়। একটানা ০৩(তিন) মাস টিউশন ফি প্রদানে বিরত থাকলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর রোল নং স্থগিত করা হয়।
পরীক্ষা : বিদ্যালয়ে অর্ধ-বার্ষিক/বার্ষিক/প্রাক- নির্বাচনী
/ নির্বাচনী পরীক্ষার পাশাপাশি “মাসিক মূল্যায়ন পরীক্ষা’র প্রচলন আছে। অর্ধ-বার্ষিক এবং বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের গড়ের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হয়। পরীক্ষার মার্কশীট (নম্বর ফর্দ)/ প্রগতি পত্র অভিভাবক/ অভিভাবিকাদের নিকট প্রেরণ করা হয়।
ফলাফল : কোন শিক্ষার্থী বার্ষিক/ নির্বাচনী পরীক্ষায় সন্তোষজনক ফলাফল লাভে ব্যর্থ হলে পরবর্তী শ্রেণীতে উন্নীত/এস.এস.সি পরীক্ষার জন্য অযোগ্য বলে বিবেচিত হবে। এই ব্যাপারে তদবির/ সুপারিশ গ্রহণ করা হয় না।
অনুপস্থিতি : শিক্ষার্থীরা বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে দৈনিক অনুপস্থিতির জন্য ৫.০০ (পাঁচ) টাকা হারে জরিমানা আদায় করা হয়। বার্ষিক ৭৫% কার্যদিবস বিদ্যালয়ে উপস্থিত থাকা বাধ্যতামূলক।
উপস্থিতিঃ উপস্থিতি ৭৫% কার্যদিবসের কমের ক্ষেত্রে শ্রেণী উর্ত্তীণ/ প্রমোশন দেয়া হবে না। পরপর দুই কার্য দিবসের অধিক অনুপস্থিতির ক্ষেত্রে সঠিক বা যথাযথ অনুপস্থিতির কারণ উল্লেখ পূর্বক শ্রেণী শিক্ষকের মাধ্যমে প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত দাখিল সাপেক্ষে জরিমানা মওকুফ করা যেতে পারে। দীর্ঘ মেয়াদী অসুস্থতার ক্ষেত্রে এম.বি.বি.এস ডিগ্রীধারী চিকিৎসকের ব্যবস্থাপত্র সমেত (প্রয়োজনীয় ক্ষেত্রে সনদসহ) দরখাস্ত ব্যতীত জরিমানা মওকুফ করা হয় না। পারিবারিক কিংবা জরুরী কারণে ছুটি মঞ্জুর করানোর ক্ষেত্রে অনুপস্থিতির কারণ উল্লেখ পূর্বক অগ্রিম দরখাস্ত মঞ্জুর করিয়ে নিতে হয়।
প্রাত্যহিক সমাবেশ : শিক্ষকমন্ডলীর সার্বিক তত্ত্বাবধানে প্রাত্যহিক সমাবেশে প্রত্যেক শিক্ষার্থীকে বিদ্যালয়ের নিজস্ব ইউনিফর্ম পরিধান পূর্বক অংশগ্রহণ বাধ্যতামূলক।
সংক্রামক রোগ: ক্ষেত্র বিশেষে কোন শিক্ষার্থী সংক্রামক বা ছোঁয়াচে ব্যাধিতে আক্রান্ত হলে তা প্রতিষ্ঠান প্রধানকে অবগত করতে হবে এবং প্রয়োজন বোধে প্রধান শিক্ষকের সঙ্গে আলোচনা সাপেক্ষে সম্পূর্ণ আরোগ্য না হওয়া পর্যন্ত বিদ্যালয়ে আসা হতে বিরত থাকতে হবে। শিক্ষার্থী কিংবা অভিভাবককে এই সংক্রান্ত বিষয়ে অবশ্যই দরখাস্ত দাখিল করতে হবে।
শিক্ষকদের সাথে অভিভাবকদের সাক্ষাত : শিক্ষার্থীর পাঠোন্নতি সম্পর্কিত বিষয়ে আলোচনার জন্য অভিভাবক/ অভিভাবিকগণ সপ্তাহের যে কোন দিন সংশ্লিষ্ট শিক্ষকের শ্রেণীতে ক্লাস না থাকা সাপেক্ষে শিক্ষক মিলনায়তনে সাক্ষাত করতে পারেন, তবে কোন অবস্থাতেই শ্রেণীকক্ষে সাক্ষাত করা যাবে না।
প্রধান শিক্ষকের সাথে অভিভাবক/ অভিভাবিকার সাক্ষাতকার : সপ্তাহের প্রতি সোমবার এবং বুধবার সকাল ১০:১৫ মিনিট হতে ১১:১৫ মিনিটের মধ্যে প্রয়োজন সাপেক্ষে প্রধান শিক্ষকের সাথে সংশ্লিষ্ট শিক্ষার্থীর প্রকৃত অভিভাবক সাক্ষাত করতে পারেন।
শিক্ষাঙ্গনের বাইরে যাবার অনুমতি : শ্রেণী কার্যক্রম চলাকালীন সময়ে বিদ্যালয় অঙ্গনের / ফটকের বাইরে যাওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
নিষিদ্ধ : বিদ্যালয়ে কোন প্রকার মুঠোফোন (মোবাইল), ক্যামেরা, স্বর্ণালঙ্কার আনা (পরিধান) সম্পূর্ণরূপে নিষিদ্ধ। উল্লেখিত সামগ্রী হারানো গেলে বিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবেন না।
দন্ড/ শাস্তি : কোন শিক্ষার্থী পরপর দুই বছর একই শ্রেণীতে অকৃতকার্য হলে তাকে বিদ্যালয় কর্তৃপ্ক্ষ ছাড়পত্র প্রদানের ক্ষমতা সংরক্ষণ করেন। কোন শিক্ষার্থী যদি বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত হয় বা পরোক্ষভাবে অন্যকে প্রলুব্ধ করে বা অন্য কোন সামাজিক অপরাধে লিপ্ত বা অন্যকে প্ররোচিত করে কিংবা বিদ্যালয়ের সম্পদ বিনষ্ট করে বা বিনষ্ট করার ক্ষেত্রে সহযোগীতা করে তাহলে অপরাধের তীব্রতা কিংবা মাত্রানুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হতে পারে।
প্রাতিষ্ঠানিক স্বার্থে উপরোক্ত কোন নিয়মাবলীর পরিবর্তন বা পরিবর্ধনে প্রতিষ্ঠান প্রধানের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
Important Information
ESTD: 1972
EIIN: 104015
Total Students: 000
Total Girls: 000
KNOWDEDGE IS POWER