প্রধান শিক্ষকের কথা
শ্রদ্ধাষ্পদেষু অভিভাবক/
অভিভাবিকাগণ,
শিক্ষাবর্ষের শুরুতে আপনাদের প্রতি থাকল আমার সালাম/ নমস্কার এবং অশেষ প্রীতি। ঘটন অঘটনের চলমান আবর্তে একটি শিক্ষাবর্ষ বিগত হবার পথে, আশা আকাঙ্খার দোলাচলে আরেকটি শিক্ষাবর্ষ মনের দরজায় কড়াঘাত উদ্যত। চট্টগ্রাম নগরের নান্দনিকতার পরিপূরক বহমান কর্ণফুলি নদীর সামান্য দক্ষিণে, বঙ্গোপসাগরের প্রবাহ ক্ষীয়মান প্রতিরূপ সাঙ্গু নদীর সামান্য উত্তরে এবং দীর্ঘ প্রায় আট শতাব্দী পূর্বে আরব হতে প্রত্যাগত আধ্যাত্মিক সাধক ও শান্তির অগ্রদূত হযরত শাহ মোহছেন আউলিয়া
(রাঃ)’র পরিশুদ্ধ পূর্ণস্মৃতি বিজড়িত মাজারের সামান্য পশ্চিম হয়ে দক্ষিণে নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যবেষ্টিত গ্রামীণ জনপদে দন্ডায়মান পূর্ব বরৈয়া টি.এম.সি উচ্চ বিদ্যালয়। আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নেরর পূর্ব বরৈয়া অন্য দশটি গ্রামের মত অতি সাধারণ মনে হলেও বাস্তবে পূর্ব বরৈয়া জনপদ উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, পোষ্ট অফিস,
স্বাস্থ্য কেন্দ্র,
আধুনিক কিন্ডারগার্টেন সু-বৃহৎ মসজিদ ও ধর্মীয় অনুভূতির নিগড়ে এবতেদায়ী ফোরকানিয়া মাদ্রাসাসহ হযরত নেয়ামত আলী শাহ (রাঃ) ও হযরত আবুল খায়ের শাহ্
(রাঃ)’র স্মৃতিধন্য অর্থবহ জন্মস্থান সত্যিকার অর্থে সাম্প্রদায়িক সম্প্রীতির অপূর্ব নিদর্শনময় অসাধারণ আদর্শ গ্রাম। এই গ্রামের সাথে লাগোয়া উত্তর সরেঙ্গা গ্রামস্থিত হযরত আব্দুস ছমদ শাহ্
(রাঃ)র মাজারও ধর্মপ্রাণ মানুষের মধ্যে আন্তঃব্যক্তিক যোগাযোগের ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা রাখছে। পূর্ব বরৈয়া গ্রামের চর্তুদিকে গড়ে উঠা জনবসতিপূর্ণ অপরাপর গ্রামগুলো স্ব-স্ব গ্রামের ঐতিহ্য লালন করছে-যা স্মর্তব্য;
অস্বীকারে অপূর্ণতা থেকে যায় নিঃসন্দেহে।
সুদীর্ঘ ৫০ বছর ধরে অত্র প্রতিষ্ঠান অসংখ্য সম্ভাবনাময় মেধাবী মুখ সৃষ্টির পাশাপাশি আসছে সময়ের সুনাগরিক তৈরীর ক্ষেত্রে গৌরবময় ভবিষ্যৎ রচনার অনন্য বৈশিষ্ট্য। আধুনিক, কর্মরত নিবেদিত প্রাণ শিক্ষকমন্ডলী, সচেতন অভিভাবকগণ ও যুব সমাজ একীভূত অভিন্ন চিন্তায় একে অপরের পারষ্পরিক সহযোগী। কিভাবে এগিয়ে নেয়া যায় এই শিক্ষা প্রতিষ্ঠান-যে কাজের জন্য তার সৃষ্টি।
সুনিপুণ জাতি গঠন ও বিকাশে শিক্ষার ভূমিকা অত্যন্ত অর্থবহ। শিক্ষার প্রধান উদ্দেশ্য হচ্ছে ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ ও মনুষ্যত্বের সর্বাঙ্গীন উন্মেষ ঘটানো। অপ্রতুল শ্রেণীকক্ষ, সুবিশাল মাঠের সংকট, সুপরিসর বিজ্ঞানাগারের সংকট, অধ্যয়ন ও সাহিত্য চর্চার জন্য খোলামেলা কক্ষের পর্যাপ্ততা না থাকলেও প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠালগ্ন থেকেই নানারূপ প্রতিকূলতার মধ্য দিয়ে শিক্ষা ক্ষেত্রে দেশ ও জাতির সেবাকার্যে তন্দ্রাহীন প্রহরীর মত দায়িত্ব পালনে সজাগ।
আসুন, সহযাত্রী হই-চিন্তায় কর্মে ও মননে একীভূত করে আগামীর পথ চলার ক্ষেত্রে অসম্ভবকে পরাভূত করে সম্ভবের নিয়ন্ত্রন প্রতিষ্ঠা করি। গড়ে তুলি দক্ষ ও দেশপ্রেমিক জনশক্তি। আমাদের সকল কর্মে সম্মানিত অভিভাবকের সুনিশ্চিত অংশগ্রহণ এবং শিক্ষার্থীদের উত্তরোত্তর শুভ কামনা করি।
অশেষ শ্রদ্ধায়
চন্দন মহাজন
এম.এ (ইংরেজী); বি.এড;ডিপ্লোমা ইন CELP
প্রধান শিক্ষক ও সচিব